সোনালী দ্বীন
মুসলিম সাম্রাজ্যের আভিজাত্য, আধিপত্য ও জনপ্রিয়তা মুখ থুঁবড়ে পড়ার পেছনে নানান দ্বিচারি মুসলিম (এক কথায় মুনাফিক) ব্যক্তিত্বের মানুষের অবদান ছিলো অনেক। এরা দুই ডানায় ভর করে চলতো, আর ক্রমশেই নিজেদের ঐতিহ্যকে ক্ষমতা, রিপু আর লালসার কাছে যুগে যুগে বিক্রি করে দিয়ে আসতো। ভুলে যেতো নিজেদের পরিচয়। আফসোস তাদের পা চাঁটা স্বভাব আজকে গোটা মুসলমানদের কোথায় এনে দাঁড় করিয়েছে, যেখানে নিজেদের কালচার ভুলে পশ্চিমাদের কালচার একেকজনের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায়, সবচেয়ে বেশি যুক্তিসংগত মনে হয়। ইসলাম আর মুসলিম মানে সেকেলে, এক কথা ক্ষ্যাত, ব্যাকডেইটেড। আমাদের স্বর্ণযুগের গল্প কয়জনের মুখে শুনবেন? কয়জন মুসলিম তার ধর্মকে অন্ধের মতো পুরোপুরি মানে? উল্টো ফিলিস্তিন নিয়ে বললে, কোকাকোলা বয়কটের কথা বললে শুনতে হয়- ফেইসবুক চালান কেন? এটাও তো ই/হু/দিদের তৈরি!! কারা আমাদের এতো বড় ক্ষতি করে গেলো? আর কেউ না, মুসলিম পরিচয় বহন করা, মুসলিমের রক্ত বহন করা মানুষগুলোই যারা নিজেদের গোত্রের মানুষদের সাথে বেঈমানী করেছে...এমন মানুষ এখনো আছে, আশেপাশেই ছায়ার সাথে মিশে আছে, তাই সাবধান! আর যাই হোক নিজের শিকড় আঁকড়ে ধরুন, নিজের মূ