At the glooming day



মন খারাপের দিন কেন যেন ভীষণ লম্বা হয়, সময় যেন কাটে না। ক্ষণে ক্ষণে ঝিরিঝিরি বৃষ্টির মত, সাথে দমকা হাওয়ার মত মনটা পরিবর্তন হতে থাকে। থেমে থেমে কান্নার পরশ মনকে উষ্ণ থেকে শীতল করে দেয়। নানানরকম চিন্তা মনে দোল খায়, সবচেয়ে বেশি হলো নিজেকে অক্ষম, ভুল মনে হয়। আবেগী মন তখন স্বান্তনার বাণী খুঁজে। মনে হয় কেউ আদরমাখা কথায় জড়িয়ে নিক, একটা বিশ্বস্ত হাত মাথায় রাখুক, মনে খারাপের রেশ কাটিয়ে দিক। ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়েও ছায়া হয়ে পাশে থাকুক। ভালোবাসার উষ্ণতায় ভরিয়ে রাখুক প্রতিটি সময়। এই আস্থাভাজন হিসেবে কি প্রিয়জনের আগে আমরা রব কে রাখতে পারি না? দু'রাকাত সালাত, কুরআনের মধুর তিলাওয়াত কি হতে পারে না মন খারাপের সঙ্গী?

#মন_খারাপের_দিনে।

Why should the days of sadness be so long, time should not pass. Moment by moment, like the pouring rain, with the gust of wind, the mind starts to change. Intermittent crying cools the mind from warmth. Various thoughts swing in the mind, the most is that feel incapable, wrong. The emotional mind then finds words of comfort. It seems that someone should hug you with loving words, put a trusty hand on your head, get rid of the bad feelings. Be a shadow in good times as well as in bad times. May every moment be filled with the warmth of love. Can't we put Raab (Allah) before the beloved as this confidant? Two raqat Salat, the sweet recitation of the Qur'an can not be the companion of sadness?
#At_the_glooming_Day.
#Habibas_Ephemeris.

Regards,
Habiba Solaiman.



Comments

Popular Posts