অভিযোগ
না চাইতেই কত কি পেয়ে যাই, তবুও রবের নিকট শত শত অভিযোগের যেন শেষ নেই!
কত কি হতে পারতো, হয়তো দু'আয় তাক্বদীর বদলে গেছে, তাই সেটি আর ঘটেনি, যা ঘটেছে তা উত্তম, বরঞ্চ হওয়ার কথাই ছিলো না, তবুও রব শোনেনা আমায়, দেখেনা আমায়, হায় হায় অভিযোগ!
এত নিয়ামাতে ডুঁবে আছি, তবুও কি একটার অভাব আমায় পেয়ে বসেছে, অস্থির মন মানতে চায়না, অভিযোগ আনে রব আমায় ভালোবাসেন না। ওদিকে আমার মতো নিয়ামাত পেতে হয়তো কেউ সাদরে অপেক্ষায় আছে, জায়নামাযে উগলে দিচ্ছে তার হাজারো চাওয়া-পাওয়া শুধুমাত্র আমার মতো জায়গায় আসতে!
সুস্থতার নিয়ামাতে আছি, প্রতিনিয়ত রবের প্রদত্ত বিশুদ্ধ বাতাস ভোগ করছি, ফ্রি অক্সিজেন নিচ্ছি, দিব্যি দিন কাটাচ্ছি, তবুও কৃতজ্ঞতা নেই এতুটুকুও। যেখানে এক ঢোক পানি গেলার সামর্থ্য নেই হসপিটালে পড়ে থাকা মানুষগুলোর, আইসিউতে টাকায় কেনা অক্সিজেনে চরম আশংকায় দিন কাটাচ্ছে কত মানুষ, একটু নড়াচড়ার উপায় নেই!!
কিসের এত অভিযোগ আমার? কিসের এত গ্লানি যা আমায় আমার রব হতে অকৃতজ্ঞ বানায়? রবের নাফরমানিতে লিপ্ত করে???
-'অভিযোগ'
-হাবিবা সুলাইমান।
Comments
Post a Comment