গন্তব্যের অন্তরায়
হেরে যাওয়া, কিছু অসংগতি, কোনো কিছুর অভাব থাকা, মানুষের মুখে সমালোচনা ইত্যাদি এলিমেন্টসকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় এগুলো না থাকলে মানুষ নিজেকে গড়ে নিতে, প্রতিনিয়ত শুধরাতে পারে না। তাই এসব থাকা মানুষকে নতুনভাবে গড়তে শেখায়, নতুনভাবে স্বপ্ন দেখতে শেখায়।
যা কিছু উল্লেখ করলাম, আপনি তা না, কিন্তু তবুও হয়তো কেউ না কেউ আপনাকে এগুলো বলতে থাকে, নিষ্পেষিত করতে থাকে, আপনি খানিকটা ভড়কে যান, মন খারাপ করেন, ভেতরে হীনমন্যতা তৈরি হয়। কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ্ চাহেতো এই সময়টা একভাবে না একভাবে কেটে যায়। একসময় অসংগতি থাকা জিনিসগুলোতে সেই ছাপ আর খুঁজে পাওয়া যায় না।
আমার দেখা এমন অনেক মানুষকে চিনি যাদের নিয়ে মানুষ কতরকম কথা বলতো, নিন্দা করতো, তাদের কোনো একটা অভাব কিংবা কিছু না থাকাকে কত খারাপভাবে সমালোচনা করতো, কিন্তু একটা সময় পরে রব তাদের এত বেশি ঢেলে দিয়েছেন যে সেইসব নিন্দনীয় মানুষরাই এখন মুখের উপর দু'টো কিছু বলতে দশবার ভাবে। বাহবা দিতে ভুলে না। পায়ে ধরে পরে থাকে রীতিমতো। কিন্তু সমালোচকদের সেইসব মুখোশধারী চেহারা তখন আর রুচে না ঠিক। কারণ সত্য তো অনেক আগেই প্রকাশ হয়ে গেছে, রঙ বদলানোয় আর কি আসে যায়!
এই যে অমসৃণ পথ একদিন মসৃণ হয়, ক্ষত শুকিয়ে দাগ বিলীন হয়ে যায়, সবকিছু ছাপিয়ে গন্তব্যে পৌছা হয় ঠিক, এর পিছনে সেইসব উপাদান বা এলিমেন্টসগুলো ভীষণ উদ্দীপনা জাগায়। আপনার এই পথচলার স্ট্রাগলটা আপনার রব জানেন, তাইতো তিনিই আপনার সাথে থেকে আপনার সমস্ত অপ্রাপ্তিকে পরিপূর্ণ করেছেন। তবে এটি শুধুমাত্র তখনই সম্ভব যখন আপনি সিরাতুল মুস্তাকীমের পথে চলবেন, তাওয়াক্কুল অবলম্বন করবেন। সবকিছুর একপাশে অন্ধকার থাকলে অপরপাশে আলো থাকে। যেইসব অভাব আপনাকে কষ্ট দিয়েছিলো, যেইসব অসংগতি আপনাকে নিন্দনীয় করে তুলেছিল, আজ সেগুলোই পূরণ হয়ে গেছে অথচ কোনো ক্ষত রেখে যায়নি, কোনো দুঃখ আপনি আর অনুভব করছেন না। সাথে আপনার সমালোচক, নিন্দুকেরাও তাদের অবস্থান থেকে সরে এসেছেন, আপনাকে আপনার রব তাদের কাছেও সম্মানিত করে দিয়েছে। প্রত্যেক সফলতা অর্জনকারীর পেছনের গল্পটা এমনিই দেখতে পাবেন।
তাই দুনিয়া যেমন স্থায়ী না, তেমনি আপনার দুর্বলতা, হেরে যাওয়া, অভাববোধটাও স্থায়ী না, এ সবকিছুই পুরনো পাতার মত ঝরে পড়ে নতুন পাতার সজীবতা নিয়ে উপস্থিত হয়। আপনি শুধু আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর দিকে রুজ্জু হোন। বাদবাকিটা উনিই ঠিক করে দিবেন ইনশা আল্লাহ্।
"গন্তব্যের অন্তরায়"
- হাবিবা সুলাইমান।
#Habibas_Ephemeris.
Comments
Post a Comment