অনেক আধার পেরিয়ে।
এই অল্প বয়সের জীবনে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। কিছু জিনিস রবের তরফ থেকে শিক্ষা ছিল, কিছু জিনিসের মানে এখনো খুঁজে পাইনি তবে বিশ্বাস রাখি সেটাও আমার উত্তম কিছুর জন্যই রব ফয়সালা করেছেন।
আসলে দুনিয়ার এই সংকীর্ণ জীবনে আল্লাহর উপর ভরসা ছাড়া আর কিছুই আমি চোখ বন্ধ করে করতে পারিনা। তাইতো অন্ধকার পিচ্ছিল পথে তিনি আলোর দিশারি হয়েছেন, মরুভূমির উত্তপ্ত বালুর পথে ছায়া হয়ে শীতলতা দিয়েছেন, ঝড়-বৃষ্টিতে আশ্রয়ের অবলম্বন হয়েছেন, উত্তাল সমুদ্রে বেঁচে থাকার আশা হয়েছেন। ভরসা মানে ভরসা, কঠিন তাওয়াক্কুল; যা আমি আমার মাঝে ভীষণভাবে লালন করি। এক আল্লাহর উপরে বিশ্বাসই আমাকে কন্টকাকীর্ণ পথ সহজেই পাড়ি দেওয়ার শক্তি যোগায়।
জন্মের পর সন্তানের মায়ের উপর যে বিশ্বাস জন্মায় তা মায়ের সাথে তার নাড়ির সম্পর্ক। সন্তানের যাবতীয় কাজ মা আস্থার সাথে করে, শিশুর জন্মের পর পর তার আস্থার জায়গা গড়ে উঠে মায়ের কাছে। রবের প্রদত্ত নিয়মেই এই শৃংখলতা গড়ে ওঠে। এভাবেই যে আস্থা বা ভরসার জায়গাটা শুরু হতেই স্থান পায়, সেভাবে আল্লাহ্ ও বান্দার আস্থা ও ভালোবাসার জায়গাটাও এমনিই যেমনটা একজন মা ও তার সন্তানের মধ্যে বিদ্যমান, বা তারচেয়েও বেশি। রবের দিকে আমি হাটলে তিনি আমার দিকে দৌড়ান, বার বার পথভ্রষ্ট হলে তিনিই আমায় পথ দেখান, হিদায়াতের চাদরে মুড়ে নেন। তাঁর কাছে হাত পেতে কোনোদিন আমি নিরাশ হইনি। কখনোই আমার অভাববোধ হয়নি; যে আমি আল্লাহর ভালোবাসা হতে বঞ্চিত, বরং এটা ভাবি বঞ্চিত হলে কি তিনি আমার জন্য হিদায়াতের পুরস্কার দিতেন? আমার পথচলা কে সহজ করতেন? সবকিছুর ঊর্ধ্বে ঈমান, তাওয়াক্কুল, বিশ্বাস ও ভরসা, তারপর তাক্বওয়ার ছোঁয়া আপনার জীবনকে পাল্টে দিতে পারে স্বপ্নের মতন।
সবকিছু যখন অন্ধকারে ছেয়ে যাবে, মনে হবে আর কোনো আলো নেই পথ চলার জন্য, আর কোনো রাস্তা নেই সামনে আগানোর জন্য, আর কোনো অবলম্বন নেই আঁকড়ে ধরার জন্য; তখন আপনার রবকে মনে-প্রাণে স্বরণ করুন, তাঁর সাহচর্য আপনাকে কঠোরতা থেকে সরলতার পথ দেখাবে। পিছলে যাওয়া পথে আঁকড়ে ধরে রাখবে। ঈমান শুধু বিশ্বাসে না, ঈমান একজন মুমিনের খুটিঁনাটি যাবতীয় সমস্ত কাজেই শোভা পায়। হোক সেটা সামান্য চাওয়া তেও। তার নিভর্রতা, সফলতা, চিন্তাভাবনা সবকিছু রবকে ঘিরেই থাকে। এই ভালোবাসার মূল্য ও প্রতিদান কেবল রবই উত্তমভাবে দিয়ে থাকেন।
অনেক আধার পেরিয়ে উজ্জ্বল নক্ষত্রের মত জ্বলতে থাকা আপনার এই ভরসা, তাওয়াক্কুল হলো ঘন কালো মেঘের ওপারে থাকা প্রজ্জ্বলিত সূর্যের হাসি।
- "অনেক আধার পেরিয়ে"।
--Habiba Solaiman.
#অনেক_আধার_পেরিয়ে।
#habibasephemeris.
Comments
Post a Comment