সুকূন - ২
উত্তপ্ত দিনে এক পশলা বৃষ্টি যেমন ধরার বুকে প্রশান্তি নিয়ে আসে, তেমনি ছিন্ন-বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত মনকে একটু শান্তি দিতে যিকিরের কোনো বিকল্প নেই। প্রচন্ড মন খারাপে আমরা একটুকরো শান্তির খোঁজে ছুটি, যেটি আমাদের মনে শীতলতা আনবে। আল্লাহর স্বরণের চেয়ে উত্তম কিছু আমি আর খুঁজে পাইনি। যখনই উনাকে স্বরণ করি, মনে হয় পরম মমতায় আমাকে কেউ জড়িয়ে নিয়েছে। দুনিয়ার বুকে তখন এর থেকে আপন আর কাউকে লাগে না, সেটা এক অন্যরকম অনূভুতি।
যিকির আপনার মরুভূমির নফসে সবুজ প্রাণের সঞ্চার করবে। নতুন বসন্ত নিয়ে আসবে। মানুষের সঙ্গ আপনাকে হতাশ করলেও যিকির আপনাকে সুকূন দিবে। কোনো কাজ করছেন, কোথাও কাজে আটকে আছেন, কোনো কারণে সবকিছু বিরক্ত লাগছে, যিকির হলো সমাধান। কাজের ফাঁকে ফাঁকে শুধু যিকির করতে থাকুন। বাচ্চা সামলানোর কাজ, সংসারের কাজ, পড়াশোনার কাজ যেই কাজেই থাকুন না কেন, মনে মনে যিকির করবেন সুযোগ পেলেই। আল্লাহকে অধিক পরিমাণে স্বরণ করবেন, সাথে তাঁর নিয়ামাতের শুকরিয়া আদায় করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন:
فَاذْكُرُوْنِيْٓ اَذْكُرْكُمْ وَاشْكُرُوْا لِيْ وَلَا تَكْفُرُوْنِ
“অতএব তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর এবং আমার প্রতি অকৃতজ্ঞ হয়ো না।” - সূরা আল-বাকারাহ্ঃ- ২:১৫২
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوا اللّٰهَ ذِكْرًا كَثِيْرًا
“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর।" - সূরা আল-আহযাবঃ- ৩৩:৪১
وَالذّٰكِرِيْنَ اللّٰهَ كَثِيْرًا وَّالذّٰكِرٰتِۙ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا
“আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ ও নারী: আল্লাহ তাদের জন্য ক্ষমা ও বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন।” - সূরা আল-আহযাবঃ- ৩৩:৩৫।
وَاذْكُرْ رَّبَّكَ فِيْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِيْفَةً وَّدُوْنَ الْجَــهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِيْنَ
“আর আপনি আপনার রব্বকে স্মরণ করুন মনে মনে, মিনতি ও ভীতিসহকারে, অনুচ্চস্বরে; সকালে ও সন্ধ্যায়। আর উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না।” -সূরা আল-আ‘রাফঃ- ২০৫।
• এবার খুব সহজ একটা যিকিরের ব্যাপারে বলি। যেটি মুখে উচ্চারণে সহজ, কিন্তু নেকির পাল্লায় ভীষণ ভারী।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“দুটি বাক্য এমন রয়েছে, যা জবানে সহজ, মীযানের পাল্লায় ভারী এবং করুণাময় আল্লাহ্র নিকট অতি প্রিয়। আর তা হচ্ছে,
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ، سُبْحانَ اللّٰهِ الْعَظِيْمِ
আল্লাহ্র প্রশংসাসহকারে তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি”।
সুব্হানাল্লা-হি ওয়া বিহামদিহী, সুব্হানাল্লা-হিল ‘আযীম।
(বুখারী ৭/১৬৮, নং ৬৪০৪; মুসলিম ৪/২০৭২, নং ২৬৯৪)
• সর্বশ্রেষ্ঠ দু'আ ও সর্বোত্তম যিকির:
সর্বশ্রেষ্ঠ দু'আ হলো,
اَلْحَمْدُ لِلّٰهِ
[সকল প্রশংসা আল্লাহরই]
আলহামদুলিল্লাহ।
আর সর্বোত্তম যিক্র হল,
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ
[আল্লাহ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই]
লা ইলাহা ইল্লাল্লাহ।
তিরমিযী ৫/৪৬২, নং ৩৩৮৩; ইবন মাজাহ্ ২/১২৪৯, নং ৩৮০০; আল-হাকিম, ১/৫০৩ এবং সহীহ বলেছেন, আর ইমাম যাহাবী তা সমর্থন করেছেন। আরও দেখুন, সহীহুল জামে‘ ১/৩৬২।
এভাবেই ছোট ছোট যিকির আমাদের ধুলোর আস্তর পড়া নফসকে পরিশুদ্ধ ও কোমলপ্রাণে পরিণত করতে পারে। আপনার অবসাদের ভালো সঙ্গী হতে পারে, আপনার জীবনটাকে বারাকাহময় করতে পারে। তাই যিকিরে অবহেলা নয়। যিকিরে ভরে উঠুক ক্বলব, বসন্ত ফিরে আসুক প্রাণহীন মনে।
"সুকূন"।
হাবিবা সুলাইমান।
#Habibasephemeris.
হাবিবা সুলাইমান।
#Habibasephemeris.
Comments
Post a Comment