প্রাপ্তি ও প্রত্যাশা
কোন কষ্ট আপনাকে সবচেয়ে বেশি পীড়া দেয়? কিছু না পাওয়ার কষ্ট? নাকি পেয়ে হারানোর কষ্ট, ক্ষতির সম্ভাবনা?
আমরা জীবনে নানান পরীক্ষার সম্মুখীন হই। তন্মধ্যে সবচেয়ে বড় পরীক্ষার একটা হলো নিয়ামাতের পরীক্ষা। আল্লাহ নিয়ামাত দিয়েও পরীক্ষা নেন, নিয়েও পরীক্ষা নেন, তাই নিয়ামাতের ব্যাপারে আমাদের অধিক খেয়াল রাখা প্রয়োজন, শুকরিয়া আদায় করার প্রয়োজন। কারো নিয়ামাত প্রাপ্তির খবরে যেন তার জন্য বারাকাহ্ এর দু'আ করে দেই, এতে করে ফেরেশতাগণ আমার জন্য একই দু'আ করতে থাকেন। যেই নিয়ামাত চেয়েও পাচ্ছিনা বা পাইনি হয়তো তাতেই আমার রব খায়ের রেখেছেন এই ধারণা রাখা উচিত। আল্লাহ জানেন তার বান্দার জন্য কি উত্তম, কখন উত্তম, কিসে ভালো হবে। তাই হতাশ না হই, শুকরিয়াগুজার হই, আশাবাদী হই ইনশা আল্লাহ্। বহুল আকাঙ্ক্ষিত নিয়ামাত নফসে অহংবোধ যেন নিয়ে না আসে সেদিকে সতর্ক থাকা কাম্য। বরং বিনয়ী হয়ে আল্লাহর করুণা ভেবে নিজের আমল বাড়িয়ে দেওয়া একজন মুমিন বান্দার অন্যতম ইতিবাচক দিক যা তাকে সবর্দাই নিয়ামাতের প্রতি সন্তুষ্ট রাখে, নিয়ামাতের বারাকাহ হাসিল করার জন্য উদ্ধুদ্ধ করে।
প্রতিদিনের ছোট ছোট নিয়ামাত থেকে বড় নিয়ামাত সবকিছুর জন্যই রবের প্রশংসা করি, বিনীতভাবে শুকরিয়া আদায় করি। সেইসাথে ফি/লি/স্তি*নে&র মজলুম ভাই-বোনদের কথা ভাবি; তাদেরকেও রব যেন কষ্টের পরীক্ষা থেকে মুক্তি দেন, নিয়ামতের প্রাচুর্য দান করেন। আমিন সুম্মা আমিন।
- হাবিবা সুলাইমান।
#habibasephemeris.
#dawah
Comments
Post a Comment