নিজেকে গড়ার এখনি সময় - ৫

 


কুকুরের কাজ কুকুর করেছে,
কামড় দিয়েছে পায়,
তা বলে কুকুরে কামড়ানো কিরে,
মানুষের শোভা পায়?

কেউ একটা কথা বললো, আমিও তার বিপরীতে পাল্টা কিছু বলে ঘায়েল করার সিদ্ধান্ত নিলাম, এটা কি উত্তম হবে? এটা কি একজন মুমিন বান্দার আচরণের মধ্যে পড়ে? বরং চুপ করে এড়িয়ে যাওয়াই কি বুদ্ধিমানের কাজ না? যারা কথায় কথায় মানুষের সাথে লেগে যায়, তারা কখনোই ভালো মানুষের কাতারে পড়ে  না। এরা উঠতে-বসতে নিজেকে জাহিরের জন্য চিল্লিয়ে, দম্ভ নিয়ে কথা বলে, যেখানে প্রচন্ড অহমিকা প্রকাশ পায়। এদের মুখোমুখি হলে ভীষণ ভয়ে ভয়ে থাকতে হয়, এই বুঝি কিছু একটা বলে আক্রমণ করলো, এই বুঝি অপদস্ত করলো। এদের সাথে সবরের সাথে চুপ করে এড়িয়ে চলা ছাড়া আর উত্তম কোনো পথ নেই।

জন্মের পর হতে কথা শেখার চেয়েও বড় শেখা হলো - কোন কথা কিভাবে কখন -কোথায় বলতে হবে। এই বুঝ থাকাটা অবশ্যই আয়ত্ত করা খুব খুব প্রয়োজন। অন্যথায় জীবনে ঘোর বিপর্যয় নেমে আসে, তা শুধু নিজের জীবন-ই না, অন্যদের জীবনকেও বিষিয়ে তোলে। মানুষ তার কথার কারণেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়ে থাকে, তাই ইসলামে অপ্রয়োজনীয় কথা-বার্তা এড়িয়ে চলতে বলেছে। আপনি আপনার ব্যবহার দিয়ে যেমন মানুষের মনে আজীবন গেঁথে থাকতে পারবেন, তেমনিভাবে কারোর জন্য আজীবনের চক্ষুশূল হয়েও থাকতে পারবেন, প্রতিনিয়ত অভিশাপের কারণ হতে পারবেন, যার শাপমোচন ইহকালেও হয়তো সম্ভব না। বন্দুকের গুলি আর কথার বুলি কোনোটাই ফিরিয়ে নেওয়া যায় না। এখন পছন্দ আপনার, কোনটা বেছে নিবেন।

আল্লাহ আমাদের ভালো মানুষ হওয়ার তৌফিক দিন, উত্তম চরিত্রের মানুষ হওয়ার তৌফিক দিন, আমিন ইয়া রব্বিল আ'লামিন।

#নিজেকে_গড়ার_এখনি_সময়
© Habiba's Ephemeris/Habiba Solaiman.

Comments

Popular Posts