Halal Love
How is the love of husband and wife? Just holding hands to see the full moon? Two people eat tea in one mug? Say love for no reason? Surprised with sudden gifts? Or the responsibility of being together, the huge duty of raising children, marital rights, and how much more! Above all, being an integral part of each other in good and bad moments, acting as a shield; In addition to the moments spent by the two under the same roof, there is a lot of fatigue, errors and mistakes to be measured, right? But in the transition of time, this halal love stays by the side, becomes a shadow and merges. A magical bond! With thousands of adversities. Above all, exists for each other. 🌼
"Halal Love".
-Habiba Solaiman.
স্বামী-স্ত্রীর ভালোবাসা কেমন? শুধুই কি হাতে হাত ধরে পূর্ণিমার চাঁদ দেখা? এক মগে দু'জন চা খাওয়া? কারণে-অকারণে ভালোবাসি বলা? হুটহাট গিফট দিয়ে চমকে দেওয়া? নাকি সাথে থাকা একগাদা দায়িত্ব, সন্তান মানুষ করার মত বিশাল কর্তব্য, সাংসারিক হক, সবার হক আদায় সাথে আরও কত কিছু! সব ছাপিয়ে ভালো-খারাপের মূহুর্তে একে-অপরের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা, ঢাল হয়ে কাজ করা; একই ছাদের নিচে দুজনের কাটানো মূহুর্তের পাশাপাশি একরাশ ক্লান্তি, ত্রুটি-বিচ্যুতি কতকিছুই তো মাপতে হয় তাইনা? কিন্তু সময়ের ক্রান্তিলগ্নে এই হালাল ভালোবাসাই পাশে থাকে, ছায়া হয়ে মিশে থাকে। এক মায়াময় বন্ধন! সাথে হাজারো প্রতিকূলতা। সব ছাপিয়ে দু'জন দু'জনার। 🌼
"হালাল ভালোবাসা"।
-হাবিবা সুলাইমান।
Comments
Post a Comment