আমার ফিলিস্তিন 🇵🇸


আচ্ছা এমন যদি হতো আমি এক যুদ্ধচলাকালীন দেশে আছি, চারদিকে বোমা হামলা বা গ্রেনেড ছোঁড়া হচ্ছে। বের হলেই অস্ত্র তাঁক করে শরীর ঝাঁঝড়া করে দেওয়া হচ্ছে। আমার কতকিছুই খেতে মনে চায়, একটু ঘুরতে যেতে মনে চায়, বাবা-মা, স্বামী-সন্তান, ভাই-বোন নিয়ে আনন্দমুখর সময় কাটাতে ইচ্ছা করে কিন্তু আমি জিম্মি হয়ে আছি একটা আধভাঙা বিল্ডিংয়ের নিচে। আমি সহ সবাই আজ প্রায় কয়েকদিন না খেয়ে আছি, পানিও পাচ্ছিনা যে তেষ্টা মেটাব, কেমন লাগবে তখন? এমন পরিবেশে সারভাইভ করা আসলেও সম্ভব? তাও দুই বছর প্লাস টানা সহিংসতার স্বীকার হয়ে? বাচ্চার দুধ লাগবে দুধ নাই, মুখে তোলার মতো কোনো খাবার নাই, ডায়াপার নাই, শীতের কাপড় নাই, শোয়ার মতো বিছানা নাই, গোসল করার পানি তো দূর খাওয়ার পানিও নাই... কিভাবে বাঁচব? চোখের সামনে নিজ বাচ্চাকে হত্যা হতে দেখে কোনো বাবা-মা কি পারেন নিজেদের সামলাতে? মানুষের মাংস কেজি দরেও যেখানে বিক্রি হয়েছে লাশ চিহ্নিত করতে না পেরে, সেখানে আর কোনো ভাষাই থাকে না কিছু বলার বা সান্ত্বনা দেওয়ার। কি দোষ তাদের? মুসলিম আইন্ডেন্টিটি? নাকি ফিলিস্তিন আইন্ডেন্টিটি? নৃশংসতা চালানো মানুষগুলোই ভালো বলতে পারবে।

গাযা তথা ফিলিস্তিনের মানুষ এভাবেই বেঁচে আছে! কতগুলো সময় পার হয়ে গেলো, সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলেন তারা। আজ থেকে নাকি ট্রাম্পের আদেশে যুদ্ধবিরতি পড়েছে। এটা কোনো ফাইনাল সমাধান না আমরা জানি, দুইদিন পর হয়তো আবার শুরু হবে সবকিছুই। অন্তত একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে গাযাবাসী। ইয়া আল্লাহ, আমরাও না কোনদিন তাদের পরিস্থিতে পরে যাই। পারব কি মোকাবেলা করতে? আমাদের ঈমানের জোর উনাদের মতোন নয়। তাই সামান্যতম লোভ-ও যেখানে বাঙালী সামলাতে পারে না সেখানে নিজের ভূমি রক্ষার্থে গাযাবাসীর মতো রোল প্লে করতে চাইলে আমাদের আরও অনেক সংশোধন দরকার। আরবদেশের মতো বেঈমান আমরা যেন না হই। প্রকৃত ভূমিপ্রেমী তো গাযাবাসীরাই, যারা নিজেদের রক্তের বিনিময়ে নিজেদের ভূমিকে আঁকড়ে ধরে রেখেছে, কোনো অবস্থাতেই নিজেদের ভূমি ছেড়ে কোথাও যায়নি। নিজেদের ও পরিবারের সবাইকে উৎসর্গ করেছে। 

আমরা ফিলিস্তিনের গল্প সবসময় বাচ্চাদের বলব, নিজেদের মাঝে বলব। ফিলিস্তিন আমাদের বেঁচে থাকার প্রয়াস। মুসলিমদের অস্তিত্ব লড়াইয়ের প্রয়াস। হার না মানা এক জাতি, যারা তাদের রক্ত দিয়ে ইতিহাস লিখে রাখবে ফিলিস্তিনের জন্য, জেরুজালেমের জন্য।


#free_palestine # 

#Stop_gaza_genocide 

#habibas_ephemeris 

- হাবিবা সুলাইমান 


Comments

Popular Posts