Learning Through Islam


ধরুন আপনাকে কোনো মুসলিম ভাই-বোন বড় কোনো উপকার করলো, কিংবা খুবই ছোট সাহায্য যা খুব উপকারে আসল; আপনি তাকে শুধু ধন্যবাদ দিয়ে আপনার সন্তুষ্টি প্রকাশ করতে পারছেন না, আবার তার কোনো উপকার করে দিবেন সেই সময় হয়ত কখন আসবে জানেন না। শুধু ধন্যবাদ তার প্রাপ্য না, বরং আরও কিছুও তার প্রাপ্য রয়েছে আপনি কিভাবে দিবেন ভাবছেন।


তখন আপনি তাকে বললেন - জাযাকাল্লাহু/জাযাকিল্লাহু খইরন ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ। এর অর্থ হলো - আল্লাহ্ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিন। মাশা আল্লাহ্ কত্ত চমৎকার দু'আ। এখানে শুধু ধন্যবাদ আরবীতে যেটার প্রকাশ হয় "শুকরিয়া" হিসেবে, সেটার চেয়েও উত্তম আরও উপকারী কিছুও আপনি তাকে দিলেন। এত্ত সুন্দর দু'আর মাধ্যমে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামের গভীর সৌন্দর্য প্রকাশ পায়। উপকারের বিনিময়ে এরচেয়ে উত্তম প্রতিদান আর কি হতে পারে? এমন দু'আর ফলে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি ফেরেশতারাও আপনার জন্য একই দু'আ করবে। কারণ কোনো মুসলিম ভাই যখন একে অপরের জন্য দু'আ করেন, ফেরেশতারাও তার জন্য একই দু'আ করতে থাকেন। সুবহানল্লাহ্।

ব্যবহার -
জাযাকাল্লাহু খইরন/খইর (جزاك اللهُ خيرً) - একজন ছেলে/পুরুষদের জন্য।
• জাযাকিল্লাহু খইরন/খইর (جزاك اللهُ خيرً) - একজন মেয়ে/মহিলাদের জন্য।
• জাযাকুমুল্লাহু খইরন/খইর (جزاك اللهُ خيرً) - একাধিক মানুষ / উভয়ের জন্য।



এখানে শুধু জাযাকাল্লাহ্/ জাযাকিল্লাহ্ ব্যবহারে পূর্ণ অর্থ প্রকাশ হয়না। শুধু প্রতিদান কে বোঝায়, কি প্রতিদান, ভালো নাকি খারাপ তা বোঝায় না। তাই উত্তম হলো খইরন সহকারে বলা। অর্থাৎ আল্লাহ্ আপনাকে/আপনাদেরকে উত্তম প্রতিদান দিক। তারচেয়েও উত্তম হলো- ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ বলা। যেখানে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিন উল্লেখ করে দু'আ করা হয়। তাই উচিত পুরোটাই বলা ইনশা আল্লাহ্। মুমিন সবসময় একে উপরের জন্য সবচেয়ে উত্তম দু'আটাই করে।

•জাযাকিল্লাহ্/জাযাকুমুল্লাহ্ (جزاك اللهُ) - প্রতিদান।
• খইরন/খইর (خَيْرً) - উত্তম।


এই দু'আর উত্তরে বলা যায় ওয়া ইয়্যাক/ইয়্যাকি/ইয়্যাকুম অর্থাৎ "আপনাকেও/আপনাদেরকেও"। কিন্তু এত্ত সুন্দর দু'আর উত্তর টাও তো আরও যুতসই হতে হবে তাই না? তাই উত্তম হলো বলা - ওয়া আনতুম ফা জাযাকাল্লাহু/জাযাকিল্লাহু/জাযাকুমুল্লাহু খইরন। অর্থাৎ আল্লাহ্ আপনাকেও উত্তম প্রতিদান দিন। সাথে ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ বলা যায়। তাহলে দুনিয়া ও আখিরাতের উল্লেখ টাও হয়ে গেল।
এছাড়াও বারাকাল্লাহু ফিক/ফিকি/ফিকুম, জাযাকাল্লাহু/জাযাকিল্লাহু/জাযাকুমুল্লাহু খইরন কাসিরা।


ইসলামে সুন্দর আখলাকের প্রাধান্য অনেক বেশি। কারণ সুন্দর ও মার্জিত ব্যবহারের মাধ্যমে আপনি দ্বীনকে লীড করছেন। আমাদের প্রাণের নবীজি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেষ্ঠ আখলাক ও সুন্দর ব্যবহার দিয়েই মুসলিম, অমুসলিম সবার মন জয় করেছেন, সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এই ছোট ছোট দু'আ গুলো অনেক বড় বড় দামী উপহার থেকেও আরও দামী। তাই আমাদের উচিত এগুলো বেশি বেশি প্রয়োগ করা, প্রসার করা। তবেই না মুসলিম ভ্রাLearningthroughislam.

#Learningthroughislam

- Habiba Solaiman.
#Habibasephemeris.































Comments

Popular Posts