সবর।
প্রতিবন্ধকতা টপকাতে তারাই জানে, যারা এটাকে মুখোমুখি হওয়ার শক্তি নিজের কাছে রাখে, ক্ষণস্থায়ী সময় ভেবে নিজেকে সবরের কাতারে রাখে। কঠিন সময়ে একবার ভেঙে পড়া মানে বার বার হেরে যাওয়া। দুনিয়াতে বাঁচতে হলে কয়েকবার মৃত্যু সমতুল্য যন্ত্রণা ভোগ করতে হয়। তারজন্য প্রয়োজন অনেক অনেক সবর আর বিশ্বাস। যারা পরকালের বিশ্বাসের সাথে নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয়, তাদের জন্য এই কষ্ট আরও সহজ হয়ে যায়। দুনিয়া বিশ্বাসীদের জন্য জেলখানা, আর অবিশ্বাসীদের জন্য প্রমোদতরী। এই চেতনা লালন করে কষ্টের সময় গুলোতে ধৈর্য্য ধরে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে পরিস্থিতি নিজের আয়ত্তে রাখাই বুদ্ধিমানের কাজ। তাতেই কষ্টের সময় গুলোকে সংক্ষিপ্ত করা সম্ভব।
মনে মনে এই দু'আ আওরানো:
حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيْلُ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيْرُ
অর্থ : 'আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।’
#habibas_ephemeris.
#Habiba_Solaiman.
Comments
Post a Comment