নিভু নিভু প্রদীপ।


দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়; সময় ফুরিয়ে যাচ্ছে, জীবনের ক্ষণস্থায়ী সময়গুলো আরও ছোট হয়ে আসছে, যা কিছু হারাতে চাই না সেগুলো হারিয়ে যাচ্ছে, সবুজ পাতার আভা ক্রমশই মলিন হওয়ার পথে, আমার জীবন প্রদীপ যে নিভু নিভু আলোতে জ্বলার পথে এগিয়ে চলছে, দ্রুত ধাবমান গতির সাথে সাথে রঙিন সময় কেবলই সাদা-কালোর জগতে হারিয়ে যাচ্ছে। 

আহা! এই জীবন প্রদীপ কবেই না নিভে যায়, কত চাওয়া-পাওয়ার হিসেব মেলানো বাকি, ভাবিনি কেবল রবের সম্পর্কের কথা, ভাবিনি কেবল কি আমার অর্জন সেই বিশাল যাত্রা পাড়ি দেওয়ার জন্য? কিছু আছে কি আমার? পেরেছি কি গুছিয়ে নিতে? সন্ধ্যা নামল বলে....।

#Habibasephemeris.

Comments

Popular Posts