সুকূন।



চাকচিক্যময় দুনিয়াতে সুখের সংজ্ঞা এখন বেশ ব্যাপক। বিশাল ফ্ল্যাটের কোনায় পড়ে থাকা ব্যাক্তি আর কুঁড়েঘরের মাঝে অবস্থিত ব্যক্তির মাঝে ফারাক কেবল রাজকীয়তায়। প্রকৃতিপক্ষে সুখ তো মানসিক ব্যাপার। কুঁড়েঘরের মালিক হয়ত নিজের এই ছোট্ট জায়গাকে প্রাসাদসম ভাবে, সে মনে মনে বেশ খুশি ও প্রকৃতই একজন সুখি মানুষ।  চাঁদের মোহনীয় আলো যখন তার বেড়ার ফাঁক দিয়ে গলে পড়ে, চাঁদের সেই হাসি তার অন্তর ছুঁয়ে যায়। এক মুঠো প্রশান্তি তার পেটের ক্ষুধা অনেকসময় টের পেতে দেয়না। নিজের সবকিছু নিয়েই তিনি মহান আল্লাহর কাছে সন্তুষ্ট, তার নেই কোনো চাওয়া- পাওয়া। সুখের সংজ্ঞা তার কাছে বেশ সাবলীল ও সাধারণ। অল্পতেই তুষ্ট।


অপরদিকে কোটি টাকাও হয়ত ফ্ল্যাটের কোণে পড়ে থাকা ব্যক্তিকে সুখি করতে পারছেনা। এত এত আভিজাত্য তার মানসিক অবস্থাকে তুষ্ট করতে পারে না।দামী কিছুই তার অন্তরকে একমুঠো প্রশান্তি দিতে পারে না। দিনশেষে নিজেকে ব্যর্থ, খুব তুচ্ছ লাগে। হয়ত মাথা এলিয়ে দেওয়ার মত কিংবা আঁকড়ে ধরে কাউকে ধরে রাখার মত সঙ্গী-সাথী নেই। যে যার যার মত বিশাল ঘরের আনাচেকানাচে বন্দী পাখির মত ছটফট করছে।

সুখ কিংবা মানসিক প্রশান্তি হলো আল্লাহর তরফ হতে বিশেষ রিযিক বা নিয়ামাত। এই নিয়ামাত সবাই ভোগ করতে পারে না। আল্লাহ্ তার প্রিয় বান্দাদের এই নিয়ামাত দিয়ে থাকে। শুকরিয়া গুজার মানুষগুলো সবসময়ই তাঁর প্রিয়। ইবাদাতের মজা সবাই বুঝতে পারে না, ঈমানের স্বাদ সবাই পায় না। এটি তাদের জন্য এক বিশেষ উপহার যারা সর্বাবস্থায় আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকে, তাঁর দেওয়া রিযিকে পরিতৃপ্ত থাকে। তাঁকেই কেবল একমাত্র অবলম্বন ভাবে, এবং তাঁরই উপর ঈমান এনে ইবাদাত করে।


সুখের সংজ্ঞা তাই ব্যাপক না করে যতটা সাবলীল ও সাধারণ করা যায়, ততই ভালো। দু'দিনের দুনিয়ায় মুসাফির হয়ে চলতে পারাটাই সাফল্যের।


কুঁড়েঘরের প্রশান্তি যদি আমায় তুষ্ট করতে পারে, তবে সেটাই ভালো।


#সুকূন।
#Habibas_Ephemeris.

Comments

Popular Posts