আমার ভাবনা।


নানানমুখী সমস্যার ভীড়ে নিজের সুস্থতার কথা ভেবে তৃপ্ত হয়ে যাই। বেশ কয়েকদিন নানান অসুস্থতায় কেবল এটাই মনে হচ্ছিল সুস্থতা খুব দামী জিনিস, যা অর্থ দিয়ে পাওয়া যায়না। অনেকে প্রচুর বিত্তশালী হলেও পারছেন না সুস্থভাবে দিনাতিপাত করতে, লক্ষ লক্ষ টাকা চিকিৎসার পিছেই ব্যয় হয়ে যায়। আর সাধারণ অনেক গরীব মানুষ আছেন, যাদের দিনে আনে দিনে ফুরোয় অবস্থা, বেশ সুস্থতার সাথেই যাচ্ছে দিন, হাসি-খুশি, সচ্ছল। 


আমি তাই রবের কাছে সুস্থতার দু'আ করি। সুস্থতা আমাকে যেই প্রশান্তি দিবে, সেটা আর কিছুতে নেই। যখন এক গ্লাস পানি খেতে গিয়ে ঢোক গিলতেও কষ্ট হয়, তখন ভাবি সুস্থ থাকা অবস্থায় একটুও কি ভেবে দেখেছি এটা আমার জন্য কত বড় নিয়ামাত? 


সুস্থ থেকে তাই প্রতিনিয়ত রবের নিকট শুকরিয়া আদায় করি, নিজেকে ভালো কাজে বেশি বেশি নিয়োগ করি, সময়গুলোকে প্রোডাক্টিভ করি। সেই চেষ্টাই অব্যাহত থাকুক। 


#আমার_ভাবনা।

#Habibasephemeris.

Comments

Popular Posts