Skip to main content
মায়া।
মায়া এক অন্যরকম অনুভূতি। এই মায়ার বেড়াজাল আমাদের ঘিরে রাখে জন্ম থেকে মৃত্যু অবধি।
মায়ের যেমন সন্তানের জন্য আছে অসীম মায়া, স্নেহ, ভালোবাসা, ঠিক তেমনি পছন্দের কোনো জিনিসও আমরা মায়া দিয়ে আগলে রাখি।
মায়া-মমতা, এক অবিচ্ছেদ্য শক্তি যা সম্প্রীতি ও বন্ধনের মাধ্যমে টিকে থাকে। এটি সমস্ত পিছুটান ভুলিয়ে আবার শক্ত করে আঁকড়ে ধরতে শেখায়। অনেক ভুল, অনেক অসহনীয় ব্যাপারে আমরা ছাড় দেই, ভুলে যাই মায়ার টানে। কিংবা মাঝে মাঝে ঘুরে দাঁড়াতে হিমশিম খাই, মায়া! মায়া ভীষণ টানে আমাদের!
যেই অনুভূতি আমাদের ধরে রাখতে শেখায়, সেই অনুভূতি সেই মায়া যখন রবের জন্য তৈরি হয়, ভাবুনতো এটি কতটা শক্তিশালী অনূভুতি। যেই রব আমাকে এত ভালোবাসেন, এত মায়া দিয়ে ঘিরে রেখেছেন, যা একজন মা তার সন্তানের জন্য করেন, তার চেয়েও বেশি! আমারও সেই ভালোবাসা অক্ষত রাখা উচিত, এই মায়ায় নেই কোনো কষ্ট, নেই কোনো আশাহত হবার সুযোগ।
শুধুই প্রাপ্তি, শুধুই প্রতিদান, আমার রবের তরফ হতে প্রতিদান। এ যে এক বিশাল মায়ার জাল বিছানো বিস্তৃত জমিন, যেখানে পরম ভালোবাসা পরম মমতায় আমি আমার রবকে সিজদা দেই। সুখানুভূতি তো এখানেই আছে!
#মায়া।
#Habibas_Ephemeris.
Comments
Post a Comment