তাদাব্বুর
সঠিক বুঝপ্রাপ্ত হওয়াটা আল্লাহর পক্ষ হতে এক বিশাল নিয়ামত। সেটা দ্বীনি ব্যাপারে হোক কিংবা যার যার ব্যক্তিগত জীবনের আঙিকে, এটি বড় এক প্রাপ্তি। রবের বাধ্যগত হতে নিজের নফসের সঠিক বুঝ থাকাটা খুব প্রয়োজন। আর এই বুঝ তৈরী হয় চেষ্টার মাধ্যমে।
জীবনের নানান উল্লেখযোগ্য পরিবর্তন নিজের প্রচেষ্টার ফল, সঠিক বুঝ নিজের মাঝে আনয়নের মাধ্যমে আনা সম্ভব। পারিবারিক অবকাঠামো কিংবা আশে-পাশের পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন, আপনার চেতনা নিজেকে সঠিক পথ দেখায়, যদি সে আসলেই সঠিকটি বুঝে থাকে। আপনি চাইলেই কাউকে খারাপ-ভালো ধরেই শেখাতে পারবেন না, এটি সে ধারণ করবে তখনই যখন তার তাদাব্বুর গড়ে উঠবে।
দেখা গেলো আমি আমার বান্ধবিকে ভালো-খারাপের ব্যাপারে বললাম, হালাল-হারামের ব্যাপারে বললাম, বললাম পর্দার ব্যাপারে, সে এটি শুরতেই মানবেনা, কারন তার এই ব্যাপারে বুঝ নেই, নেই কোনো প্রচেষ্টা বা তাদাব্বুর। সে এই ব্যাপারে চিন্তা করেনা, করলেও ভিন্নভাবে নিজের মতামতকে প্রাধান্য দেয়, পরে সেটা নিজের জন্যই ভোগান্তি ডেকে আনে। এমনকি এমন কিছু কাজ যা কাউকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, হিতাহিতজ্ঞানশূন্য করে তোলে, সবই সঠিক বুঝের অভাবে। নিজের বুঝ নিজেকেই তৈরি করতে হবে।
আমার জন্য ভালো-মন্দ নির্ধারণ করা তখনই সহজ হবে যখন সেটার মাপকাঠি হবে আমার দ্বীন। দ্বীনের উপর অটল থাকাটাও সম্ভব হয় কেবলমাত্র সঠিক বুঝপ্রাপ্তির কারণে যেটা তিলে তিলে গড়ে উঠা সমুদ্রের ন্যায়।
#তাদাব্বুর।
#Habibas_Ephemeris.
Comments
Post a Comment