নিজেকে গড়ার এখনি সময় - ৩


মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের নিজস্ব কিছু স্বকীয়তা আছে। তবুও কেন যেন আমাদের অন্যের উপর নির্ভরশীলতা খুব বেশি। মানুষ সামাজিক জীব তাই হয়ত খুব সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়।


অনেক জ্ঞানী ব্যক্তিও নিজের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভোগেন অন্যের মাধ্যমে প্রভাবিত হওয়ার কারণে। যার ফলাফল নিজে ঠিক থাকলেও অন্যের কথায় নিজের পায়ে নিজেই কুড়াল মারেন। কিছুক্ষেত্রে নিজের বিবেক খাটানোটা বেশ জরুরি। অন্ধ-অনুসরণ মানুষকে বিভ্রান্ত করে, সাময়িক সে ভাবে সে সেটা বুঝতে না পারলেও সময় শেষে ঠিকই বুঝতে পারে যখন তার পক্ষে আর কিছুই করার থাকেনা। 


আমার দেখা এমন অনেক মানুষকে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে ভুল পথে হাটতে দেখেছি যেই অবস্থায় সে নিজে ঠিক ছিল নিজের অবস্থানে। নির্ভরশীলতা আপনাকে যেন আপনার অস্তিত্ব ভুলিয়ে না দেয়, সেই স্বকীয়তা বজায় রেখেই কারও উপর নির্ভর করা উচিত। আর হ্যা সর্বাস্থায় যেকোনো সমস্যায় আল্লাহর কাছে দু'রাকাত সালাত আদায় করে সাহায্য চাইবেন। আপনার অবস্থান সবচেয়ে ভালো বুঝতে পারেন তিনি। বাদবাকিটা আপনার জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে ভেবে সামনে আগাবেন। নিজের ভালো-মন্দটা নিজেকেই বুঝতে হবে। 


#নিজেকে_গড়ার_এখনি_সময়।

#Habibas_Ephemeris.

Comments

Popular Posts