দুর্দশাগ্রস্থ ব্যক্তির দু'আ


সদা হাস্যেজ্জল মুখখানির ভিতরে আমাদের মন কি আসলেই সুস্থ? চেহারা সুন্দর, মনটা কি সুন্দর? 

শারিরীক ভাবে ফিট, মানসিকভাবে কি ফিট?


সুন্দর মনের অধিকারী মানুষ সবদিকেই সুন্দর, সুন্দর চিন্তা সুন্দর কাজ সুন্দর মননেই গড়ে উঠে। অসুস্থ মন, অসুস্থ চিন্তার উদ্ভাবন করে। চেহারা সুন্দর করতে এত যত্ন, মন সুন্দর করতে কোনো যত্ন নাই কেন??


মন খারাপ, দুর্দশাগ্রস্থ সময়ে আমরা এই দু'আ পাঠ করতে পারি:



اَللّٰهُمَّ رَحْمَتَكَ أَرْجُوْ، فَلَا تَكِلْنِيْ إِلٰى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِيْ شَأْنِيْ كُلَّهُ، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ 


(আল্লা-হুম্মা রহ্‌মাতাকা আরজু ফালা তাকিলনী ইলা নাফসী ত্বারফাতা ‘আইন, ওয়া আসলিহ্ লী শা’নি কুল্লাহু, লা ইলা-হা ইল্লা আনতা)


হে আল্লাহ! আমি আপনার রহমতেরই আশা করি। তাই আপনি এক নিমেষের জন্যও আমাকে আমার নিজের কাছে সোপর্দ করবেন না। আপনি আমার সার্বিক বিষয়াদি সংশোধন করে দিন। আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই।


(আবূ দাউদ, ৪/৩২৪, নং ৫০৯০; আহমাদ ৫/৪২, নং ২০৪৩০)

Comments

Popular Posts