জীবন কিন্তু সুন্দর!


দুনিয়া যখন আমাদের কেন্দ্রবিন্দু হয়ে যায়, সুখ তখন নাগালের বাহিরে যাবেই। কারণ দুনিয়াতে চাওয়া-পাওয়ার কোনো শেষ নেই, এই চাহিদা অফুরন্ত। বরং পাল্লা দিয়ে তা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। একটার অভাব যেন দশটার অভাবকে পরিস্ফুটিত করে। অথচ এতসব কিছুর মাঝেও সেই চাহিদাটা ভীষণ নগন্য, প্রয়োজনহীন। 


আসলে কি চাই, কেন চাই, কিভাবে চাই এতসব কিছু ভাবার চেয়ে আমাদের তখন সেই চাহিদাটাই ফোকাসে থাকে, সেটার সাথে একে একে যোগ হয় আরও নানান কিছু। কখনো সেটা অন্য কারো টা দেখে, কখনো স্রেফ এমনিতেই ভালো লাগে তাই। ঝকঝকে-তকতকে দুনিয়ায় অল্পতে তুষ্ট হওয়া এখন বেশ শ্রমসাধ্য ব্যাপার। কিন্তু মানসিক প্রগতির জন্য এটির বিকল্প কিছু নেই। 


আত্মসন্তুষ্টি এ কারনেই প্রয়োজন। যত তাড়াতাড়ি এটা আত্মস্থ করে নেওয়া যাবে ততই ভালো। বর্তমান যুগের শো-অফ, আর পরস্পরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতায় জেতার দরকার নেই। হেরেই যান। হেরে যাওয়ার মধ্যেই আপনি আল্টিমেটলি জিতে যাবেন । যত কম চাহিদা, যত সাধারণভাবে জীবনকে সাজাবেন ততই নিজেকে রবের সন্তুষ্ট বান্দা হিসেবে তৈরি করতে পারবেন। 


জীবন কিন্তু সুন্দর! 


#প্রতিদিন_হোক_ভালো_কিছু_আমলের_চর্চা।

#Habibas_Ephemeris.


Comments

Popular Posts