নিজেকে গড়ার এখনি সময় - ২


আমরা ব্যক্তিগত জীবনে সামান্য অপ্রাপ্তি, অপূর্ণতাতে এতটাই অসুখী হয়ে যাই, ভুলে যাই আমাদের অন্যান্য নিয়ামাত প্রাপ্তির কথা। অথচ সামান্য এই না পাওয়াটা আপনার রবের তরফ থেকে আপনার জন্য বড় একটা প্রাপ্তি ও হতে পারে। অন্য কোনোদিক থেকে হয়ত তিনি আপনাকে স্বয়ংসম্পূর্ণ করেছেন, যা অন্য কাউকে দেননি। অযথাই অন্যের সাথে নিজের তুলনা করে নিজেকে অসুখী বানাবেন না। সবাই যার যার জায়গা থেকে ভিন্ন পরিস্থিতি পার করছে। নিজের জায়গা থেকে নিজের যা আছে তা নিয়ে একটু চিন্তা করলে দিনশেষে হাসিটা আপনিই হাসবেন।


#নিজেকে_গড়ার_এখনি_সময়।

#habibas_ephemeris.

Comments

Popular Posts