Friendship/বন্ধুত্ব।


 নানান সব ব্যস্ততার মাঝে কোথাও পুরনো দিনে সখ্যতার স্মৃতিগুলো পলকে ভেসে উঠে। বিয়ে, সংসার, সন্তান লালন-পালন, পড়াশোনা ইত্যাদির কারনে সবার সাথে হয়ত খুব একটা যোগাযোগ করে হয়ে উঠেনা। কিন্তু কিছু মানুষের সাথে সম্পর্ক থাকে মন থেকে মনে। হয়ত সপ্তাহ খানেক, মাস খানেক কথা না হলেও মনের মধ্যিখানে জায়গা করে থাকে। 


একটা সময় এমন বান্ধবী যাকে ছাড়া চলা মুশকিল ছিল, তাকে ছাড়া এখন দিব্যি দিন চলে যায়। আমাদের সোনালি, রঙিন দিনগুলো কালের পরিক্রমায় এখন সাদা-কালো জগত। এমনকি সূদুর লম্বা পথ পাড়ি দিয়ে সে এখন অধরা জগতের বাসিন্দা, আমি এক দেশ, সে আরেক দেশে। কিন্ত মনের টান সে কি ভোলা যায়? 


এসব সম্পর্কে দামী দামী গিফট, হ্যাংআউটের দরকার হয়না। মন থেকে মহান রবের দরবারে দু'আ তে স্বরণ করাটাই এই সম্পর্কের সার্থকতা। কিছু ভালোবাসার সম্পর্ক দূরত্বে থাকলেও রঙিন থাকে, মলিন হয়না, যদি না স্বার্থের ব্যাপার টা না থাকে। 


দূরত্ব? সে তো কেবল সময়ের! আমরা আবার মিলিত হব অশেষ সময়ের জন্য, যেখানে অপারগতা নেই, ব্যস্ততা নেই। আমাদের জান্নাতে, ফুলের বাগিচায়! ইনশাআল্লাহ্। 


#বন্ধুত্ব।


Somewhere in the middle of all the busyness, the memories of friendship in the old days flashed. Due to marriage, family, child rearing, studies, etc. you may not be in contact with everyone. But some people have heart to heart relationship. Maybe for a few weeks, a few months, even if it is not spoken, it has a place in the mind.

A friend who was once difficult to live without now goes a day without her. Our golden, colorful days are now a black and white world. Even after passing a long way, she is now a resident of the elusive world, I am one country, she is in another country. But the pull of the mind can be forgotten?

There is no need for any expensive gifts, hangouts. The significance of this relationship is to do dua to the Almighty Allah (swt) from the heart. Some love of a relationships are colorful even at a distance, not faded, unless there is a matter of egoism.

Distance? That is only time! We will meet again for eternity, where there is no impossibility, no preoccupation. In our paradise, flower garden! Insha Allah

#friendship.
#Habibas_Ephemeris.

Regards,
Habiba Solaiman.





















Comments

Popular Posts