প্রতিদিন হোক ভালো কিছু আমলের চর্চা
ভালো কথার মাধ্যমে মাধ্যমে আপনি সহজেই কারোও মন ভালো করে দিতে পারবেন। যদি সেটা না পারেন, তবে চুপ থাকতে শিখুন, কেননা খারাপ কথাগুলোর রেশ সবসময় থেকে যায়, কোনো না কোনো সময় মনে পড়লেই পীড়া দেয়।
অনেকসময় আমরা কিছু মানুষের সাথে চাইলেও সম্পর্ক ঠিক করে নিতে পারিনা পুরনো কথার জের ধরে; তাতে সম্পর্কের সাথে মন-মানসিকতাও নষ্ট হয়ে যায়। তাইতো ইসলাম ও এই ব্যাপারে বেশ গুরত্বের সাথে জোর দিয়েছে উত্তম কথা বলতে নচেত চুপ থাকতে। একেকটা কটু কথা মানুষকে বিষাক্ত সাপের ন্যায় ছোবল দেয়, এতটাই বিপর্যস্ত করে তাকে। নিজের জবানের হেফাযত করা তাই বেশ জরুরি।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- " ভালো কথাও সাদাকাস্বরুপ" - (বায়হাকি)।
কেউ বাজে কথা শুনাতে এলে আপনি চুপ থাকুন, ধৈর্য্য ধরুন। এটি বেশ কষ্টকর আমল হলেও দুনিয়া ও আখিরাতে অনেক বড় প্রতিদান পাওয়ার আশা করা যায়।
ভালো কথা, চুপ থাকা, ধৈর্য্য বেশ মহান আমল। আল্লাহ্ সুবহানাহু তা'আলা বলেন- " খারাপ কথাকে তুমি ভালো কথা দিয়ে প্রতিহত কর"। (সূরাঃ মুমিনুন - ৯৬)
#প্রতিদিন_হোক_ভালো_কিছু_আমলের_চর্চা।
Comments
Post a Comment